হাজারো মানুষের জিয়ারতের মধ্য দিয়ে সাবেক সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২২, ৯:৫৬:৩১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট-৩ আসনের সাবেক সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মৃত্যু দিবস উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন ও দুরুদ পাঠ করা হয়। জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল শেষে শিরনি বিতরণ করা হয়। এসময় হাজারো মানুষ মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে তাঁর বাড়িতে বিশাল আয়োজনে সহস্র মানুষদের শিরনি খাওয়ানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমেদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা উপজেলার রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ।
বিকালে প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




