ট্রাক-বাস দুর্ঘটনা শায়েস্তাগঞ্জে, নিহত ৪ আহত ২০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২২, ৮:৫৩:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে দুটি বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে ৪ জনের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আশিক পরিবহনের একটি বাস শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে পৌঁছলে সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আশিক পরিবহনের বাসের পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটিও সংঘর্ষের কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। পরে খবর পেয়ে উত্তেজিত জনতা দুর্ঘটনার জন্য পুলিশকে দায়ী করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ দুই রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুর্ঘটনার পরে শায়েস্তাগঞ্জ পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থল থেকে দু’টি লাশ ও আহত ২২ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্য থেকে আরও ২ জন মারা যান।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ২ জন মারা গেছেন। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।




