বিশিষ্ট আইনজীবী আবুল কালাম জিলার দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২২, ১০:৪৫:৫২ অপরাহ্ন
জেসমিন মনসুর : মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এডভোকেট আবুল কালাম জিলা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৯ মার্চ বুধবার সকাল ৬টার দিকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দু’সন্তান ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এডভোকেট আবুল কালাম জিলা দীর্ঘদিন ধরে কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আবুল কালাম জিলা সাংবাদিক ও আইনজীবী ছিলেন। তিনি কর্মজীবনে অতিরিক্ত সরকারি কৌঁসুলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক খবরের সাবেক জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে সাংবাদিক, আইনজীবি মহলে শোকের ছায়া নেমে আসে।
বুধবার দুপুর আড়াইটায় অ্যাম্বুলেন্সে তার কফিন মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মূখে রাখা হলে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ, জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহর রহমান, পৌরসভার মেয়র, ফজলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এন এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীগণ শ্রদ্ধায় ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন। পরে বেলা ৩টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মরহুমের নিজ বাড়ি কদমহাটা, বিনয়শ্রী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়।
এদিকে বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রী এম শাহাব উদ্দিন আহমেদ এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমদ এমপি, ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহর রহমান, পৌরসভার চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এন এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত, ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক খায়রুল আলম লিংকন, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক প্রতিনিধিরা মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এবং রাজনীতিবিদ আবুল কালাম জিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


