মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২২, ১২:১০:৩১ অপরাহ্ন
সিলেটে অফিস : সিলেটের পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ, সিলেট-৩ আসনের তিন বারের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের আজ ১১ মার্চ প্রথম মৃত্যুবার্ষিকী।
গত বছরের ১১ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর।
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গত বছরের ১০ ফেব্রুয়ারি টিকা নেন মাহমুদ উস সামাদ চৌধুরী। তারপর কোনো শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। তবে টিকা নেওয়ার দুই সপ্তাহ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ৭ মার্চ সিলেট থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই দিন রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকালে তার ফলাফল পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১১ মার্চ বেলা ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী।
আজ ১১ মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের প্রথম মৃত্যুবার্ষিকী পালনে মরহুমের পরিবার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যাগে পৃথকভাবে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল, খতমে কুরআন এবং শিরনি বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তাঁর পরিবারের পক্ষ থেকে ১১ মার্চ (শুক্রবার) বাদ ফজর থেকে ফেঞ্চুগঞ্জের নুরপুরের দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কুরআন, বাদ জুম্মা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে মসজিদে শিরনি বিতরণ করা হবে।
বাদ আছর ফেঞ্চুগঞ্জ বাজার জামে মসজিদে এমপি হাবিবুর রহমান হাবিবের উদ্যাগে দোয়া মাহফিল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যাগে বাদ মাগরিব কদমতলি পয়েন্ট জামে মসজিদে দোয়া মাহফিল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারস্ত আকুল শাহ শপিং সেন্টার অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরদিন (১২ মার্চ) মরহুমের পরিবারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসায় শিরনি বিতরণ করা হবে। ১৩ই (রবিবার) দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার সকল এতিমখানা ও মাদরাসায় শিরনি বিতরণ করা হবে। ১৪ মার্চ (সোমবার) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে ফেঞ্চুগঞ্জ বাজারের মাহমুদ উস সামাদ চৌধুরী রিভারভিউ পার্কে মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিতরণ করা হবে শিরনি।
এছাড়াও মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে শনিবার (১২ মার্চ) বাদ যোহর দক্ষিণ সুরমার কলাবাগান লতিফিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় ‘ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপ’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, ১২ মার্চ দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের শাহ আলী রাজা পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল, ১৩ মার্চ দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের পরগনা বাজারস্থ পাঞ্জেখানা মসজিদে পরগনা বাজার আঞ্চলিক আওয়ামী লীগের উদ্যাগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর ছোট ভাই, লন্ডন থেকে প্রচারিত বাংলা চ্যানেল ‘চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ভাতিজা লন্ডন প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী ও ভাগনা আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহমদ চৌধুরী ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছেন। তারা কয়েস চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এসব কর্মসূচি ছাড়াও সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্যাগে বিভিন্ন মসজিদে শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অপরদিকে, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের প্রথম মৃত্যুবার্ষিকী পালনে সিলেট-৩ আসনের বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবও হাতে নিয়েছেন নানা কর্মসূচি। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে এমপি হাবিবুর রহমান হাবিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাঁর নিজ বাড়িতে কুরআন খতম শুরু হয়। একটানা চলবে ফজর পর্যন্ত। ফজর পরে ও শুক্রবার জুম্মার নামাজের এমপি হাবিবের গ্রামের মসজিদে তাঁর ব্যক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। পরে বিতরণ করা হবে শিরনি। এছাড়াও মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের পারিবারিক উদ্যোগে নেওয়া বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং মরহুমের কবর জিয়ারত করবেন এমপি হাবিব। পরে মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন।




