শ্রীমঙ্গলের ৪ চা বাগানের শ্রমিকদেরকে প্রধানমন্ত্রীর উপহার ৩৮ লাখ ৭০ হাজার টাকা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২২, ৯:৫৪:৪৬ অপরাহ্ন
সংবাদদাতা : সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪টি চা বাগানের ৭৭৪ জন চা শ্রমিক নগদ অর্থ পেয়েছেন।
প্রতি শ্রমিককে ৫ হাজার টাকা করে ৭৭৪ জন শ্রমিকের মধ্যে ৩৮ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আনুষ্ঠানিকভাবে উপহারের এই চেক বিতরণ করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগান, বৌলাছড়া চা বাগান, সাইফ চা বাগান, ও দিনারপুর চা বাগানে চা শ্রমিকদের মাঝে বুধবার দুপুরে এসব চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, চা বাগানের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


