রাশিয়ার সাথে কম্প্রোমাইজের ইংগিত জেলেনস্কির, পশ্চিমের নেতাদের কড়া জবাব (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২২, ১:৪৬:০২ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে পশ্চিমের নেতারা বলেছিলেন, ইউক্রেনে রাশিয়া হামলা করলে কড়া জবাব দেবে। কেউ কথা রাখে নি। যুদ্ধের তের দিনের মাথায় চৌদ্দ দিনের মুখে কড়া সমালোচনা করলেন ভলোদিমির জেলেনস্কি। বললেন, ‘ন্যাটো ভয় পায় রাশিয়ার সাথে লড়তে।’ (ভিডিও দেখুন নিচে)
ফলে তিনি রাশিয়ার চার দাবীর দুটি প্রায় মেনে নেওয়ার কথা বললেন। আর বাকি দুটির ব্যাপারে আলাপ করে ফয়সালা করার কথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, ইউক্রেনকে জোটে নিতে প্রস্তুত নয় সামরিক জোট ন্যাটো। তাই তিনিও আর জোটের সদস্য পদ পেতে জোরাজুরি করবেন না।
তিনি বলেন, ন্যাটো ইউক্রেনকে জোটে নেবে কিনা এই প্রশ্নে আমরা আগেই বুঝতে পেরেছি যে, তারা আমাদেরকে জোটে নিতে প্রস্তুত নয়। আর এই বিষয়টি বুঝার পর আমি দমে গেছি। খবর এএফপির।
সোমবার রাতে দোভাষীর মাধ্যমে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেছেন, তিনি দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ‘আপসের’ ব্যাপারে প্রস্তুত আছেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর তিন দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এলাকা দুটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।




