বিশ্বে বাংলাদেশ এখন সম্মানিত দেশ : বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২২, ৯:৫২:৩১ অপরাহ্ন
সংবাদদাতা : বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোববার বিকেলে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, আমাদের রাজনীতি করার মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। বাংলাদেশ এখন কোন অপরিচিত দেশ নয়, বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি পরিচিত দেশ। ৫০-৬০ বছর আগে আমরা ছিলাম অত্যন্ত মর্যাদাবিহীন অপমানিত লাঞ্ছিত দরিদ্র জাতি। সেখান থেকে আমাদের মুক্ত করেছেন জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ এখন বিশ্বে একটি সম্মানিত দেশ। গত ১২ বছরে শেখ হাসিনা দেশে কি উন্নয়ন করেছেন তার স্বাক্ষী জনগণ।
উপজেলা পরিষদ মাঠে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে নৌকার প্রার্থী হিসেবে দেখার দাবি জানান।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনিন হোসেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সামছুল হক।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, শ্রমিক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন। মানপত্র পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী।
এদিকে, বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও অডিটোরিয়ামসহ ৩৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
নবনির্মিত অডিটোরিয়ামে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, বাংলাদেশ পুলিশ ওসমানীনর সার্কেলের এএসপি রফিকুল ইসলাম।




