যুদ্ধবিরতি ঘোষণা যে দুই শহরে, ওখানেও চলছে রুশ গোলাবর্ষণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২২, ৫:২৫:১৪ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি সত্ত্বেও মারিওপোলে রুশ সেনারা হামলা অব্যাহত রেখেছে, দাবি করেছে ইউক্রেন। তারা বলছে, শহরের ওপর গোলাবর্ষণ এখনও চলছে। শনিবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মারিওপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভ বলেছেন, ‘রুশরা আমাদের ওপর বোমা ফেলছে। এখনও তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে।’
তিনি আরও বলেন, ‘মারিওপোলে কোন যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোন যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।’
এর আগে, শনিবার সকালে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিওপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।




