ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধ বিমান চেয়েছেন জেলেনস্কি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২২, ১:০৩:৩০ অপরাহ্ন
খারকিভে জ্বলছে রুশ ট্যাংক
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসন ঠেকাতে ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধবিমান পাঠানোর আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমাদের কাছে এ আবেদন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর বিবিসির।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যদি আপনার আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে (ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকর করার), তাহলে আমাকে যুদ্ধবিমান দিন।
তিনি আরও বলেন, যদি আমরা আর না থাকি, তাহলে ঈশ্বর না করুন, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া হবে রাশিয়ার পরবর্তী লক্ষ্য।
বাল্টিক অঞ্চলের এই দেশগুলো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো প্রতিরক্ষা জোটের অংশ। অর্থাৎ, রাশিয়া যদি ন্যাটোভুক্ত এসব দেশের কোনো দেশে আক্রমণ করে তাহলে ন্যাটোর সকল সদস্য দেশ রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হবে।




