সৃষ্টিকর্তার হাত থেকে রেহাই পাবেন না বাংকারে লুকিয়ে, জেলেনস্কি বললেন পুতিনকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২২, ৯:২২:০৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, সৃষ্টিকর্তার হাত থেকে রেহাই পাবেন না বাংকারে লুকিয়ে।
ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রুশ বাহিনী খারকিভ শহরের ধর্মীয় উপসনালয় ক্যাথেড্রলে হামলা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে জেলেনস্কি এমন মন্তব্য করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এটা একটা পবিত্র জায়গা। এখন যুদ্ধে ধ্বংস হয়েছে। এই জায়গায়ও তাদের হাত থেকে রক্ষা পেল না।
সৃষ্টিকর্তা তাৎক্ষণিক প্রতিফল দেন না উল্লেখ করে জেলেনস্কি বলেন, তার প্রতিফল থেকে আপনি পালাতে পারবেন না। কোনো বাঙ্কার সৃষ্টিকর্তার শাস্তি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না।
এই বক্তব্যে জেলেনস্কি জানান, রুশ বাহিনী প্রতিরোধে ১৬ হাজার বিদেশি যোদ্ধা ইউক্রেন পৌঁছেছে।




