৮০ হাজার ইউক্রেনীয় রাশিয়ার বিরুদ্ধে লড়তে দেশে ফিরেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২২, ৩:০৪:৪৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই করতে ৮০ হাজার ইউক্রেনীয় নাগরিক দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে ফিরে আসা ৮০ হাজার ইউক্রেনীয় নাগরিকের বেশিরভাগই পুরুষ। দেশে ফিরে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা দলের সঙ্গে যুক্ত হয়েছেন তারা।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।




