ফরাসি নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের নির্দেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১:৩৪:৫৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমের মিত্ররা ইউক্রেনের পক্ষে এগিয়ে আসার প্রেক্ষাপটে রাশিয়ায় থাকা ফরাসি নাগরিকদের দ্রুত ফিরে আসার নির্দেশনা দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক রুশ বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এই সিদ্ধান্ত জানিয়েছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় ইউরোপের আকাশসীমা ব্যবহারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাশিয়া ও বেলারুশের ফ্লাইটের ওপর।
এক বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্সসহ ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র রাশিয়ার ফ্লাইট বাতিল করেছে। ইউরোপীয় ইউনিয়ন তার আকাশসীমায় রুশ বিমানের নিষেধাজ্ঞা আরোপ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় অবস্থানরত সকল ফরাসি পর্যটক, ছাত্র, কর্মজীবিদের দ্রুত ফিরে আসার নির্দেশনা দেওয়া হচ্ছে। কেও সেখানে যাওয়ার পরিকল্পনা করলে তা বাতিল করুন।
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্ধেকের বেশি রিজার্ভ জব্দ হবে বলে জানিয়েছেন ইইউ’র শীর্ষ কূটনৈতিক জোসেপ বোরেল।
বোরেল জানান, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রে তিনি রাজনৈতিক সমর্থন প্রদান করবেন।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ’র প্রেসিডেন্ট ভন ডার লিয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, আরোপিত নিষেধাজ্ঞা অনুযায়ী রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো সুইফট সিস্টেম থেকে বের হয়ে যাবে।
বেলারুশের ওপরও নিষেধাজ্ঞা আরোপে কাজ হচ্ছে জানিয়ে বোরেল বলেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে সহায়তা করছে বেলারুশ। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রুশ আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইতোমধ্যে অস্ত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করছে তারা। সংস্থাটি গঠনের পর এই প্রথম এমন কোনো পদক্ষেপ নেওয়া হলো।




