সিলেটে বৃষ্টির সম্ভাবনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯:৫৬ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়া আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।




