ফেঞ্চুগঞ্জের মোমিনছড়ায় যুবকের লাশ, তিন দিন পর মাথার খুলি উদ্ধার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০:৪৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগানে রেললাইনের পাশ থেকে নয়ন দেব নাথের (১৮) লাশ উদ্ধারের তিন দিন পর ঘটনাস্থলের অদূরে একটি মাথার খুলি পাওয়া গেছে।
রোববার দুপুরে মোমিনছড়া চা বাগানের বাসিন্দা কৃষক লাক্সমি গোয়ালা জমিতে বিচ্ছিন্ন মাথার খুলি দেখতে পান। তিনি বিষয়টি থানায় জানান। পরে সিলেট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন ওই মাথাটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি নয়ন দেব নাথের মাথার খুলি হতে পারে।
সিলেট রেলওয়ে থানার এসআই জয়নুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মাথার খুলিটি নয়নের কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে।
শনিবার নিহতের বাবা দিলীপ চন্দ্র বাদী হয়ে সিলেট রেলওয়ে থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী চন্দন দেবনাথ ভৌমিক ও দুর্জয় দেবনাথ ভৌমিক। সন্দেহজনক হিসেবে শুক্রবার রাতে দুর্জয় চন্দ্র ভৌমিককে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে সিলেট কারাগারে তাকে পাঠানো হয়।
গত শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকার রেললাইনের পাশ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় নয়নের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।



