রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের দুটি জাহাজ আটকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ৯:৫৬:২৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের অলিভিয়া সমুদ্রবন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। আরেকটি জাহাজ এমটি বাংলার অগ্রদূত কৃষ্ণসাগরে আটকে আছে। এটি রাশিয়া নাকি ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
জাহাজ দুটিতে অর্ধশতাধিক নাবিক রয়েছেন। এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা নাবিক ওমর ফারুক বলেন, আমাদের জাহাজটি অলিভিয়া বন্দরে আটকা পড়েছে। আমরা এখানে ২৩ ফেব্রুয়ারি থেকে আটকা পড়েছি। জাহাজে ২৯ জনের মতো নাবিক আছেন। তারা সবাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন। ঢাকায় শিপিং করপোরেশনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, জাহাজ দুটিতে থাকা নাবিকদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছে।
বিএসসি সূত্রে জানা গেছে, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।




