দ্বিতীয় বড় শহর খারকিভ ইউক্রেনের নিয়ন্ত্রণে ফের, তুমুল লড়াই চলছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ৭:৩২:৩৩ অপরাহ্ন
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ
অনুপম নিউজ ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সুন্দর শহর খারকিভে গতকাল রুশ বাহিনী ঢুকে পড়ার পর তুমুল যুদ্ধ চলছে রাস্তায়। সকালে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে দাবী করেছিল। সর্বশেষ আপডেট দশ মিনিট আগে খারকিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী খারকিভ শহরটির নিয়ন্ত্রণ আবার পুনর্দখল করেছে।
টেলিগ্রামে এক পোস্টে ওলেহ সিনেহুবভ বলেন,‘খারকিভের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে।’
‘সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মিলে কাজ করছে এবং শহরটিকে শত্রুদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করছে।’
গত রাতে রুশ সৈন্যরা খারকিভ শহরে ঢুকে পড়েছিল।
খারকিভের বেসামরিক লোকেরাও বিবিসিকে বলেছে যে এখন শহরটি ইউক্রেনীয় নিয়ন্ত্রণে ফেরত এসেছে।




