রুশ সাজোঁয়া যান জ্বলছে আমেরিকার মিসাইলের আঘাতে, ইউক্রেনীয়দের নয়া কৌশল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ৩:০০:১৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক ভেরিফাইড পেইজে দেখানো হয়েছে আমেরিকার সরবরাহ করা মিসাইলের আঘাতে রুশ সাঁজোয়া জ্বলছে ইউক্রেনের রাজধানীমুখী রাস্তায়।
ওদিকে রুশ সেনারা কিয়েভে প্রবেশের পথে ইউক্রেনের সৈন্যদের পোশাকা পরে যাওয়ার পথে ইউক্রেনের সৈন্য সেসবকে চিনে ফেলে গুলি করে মেরে ফেলছে।
তাছাড়া, রাশিয়ান সৈন্যদের বিভ্রান্ত করতে নতুন এক পন্থা অবলম্বন করেছে ইউক্রেনের সৈন্যরা। রাস্তার দিক নির্দেশনার সমস্ত চিহ্ন সরিয়ে দিয়ে হামলাকারীদের দিকভ্রান্ত করার কৌশল নিয়েছে সৈন্যরা।
দেশটির প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে রয়র্টাস জানায়, রুশ সেনারা যাতে ইউক্রেনের অন্যান্য প্রান্তে পৌঁছতে না পারে তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির একটি নির্মাণ সংস্থাকে এ কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। ওই সংস্থাটি জানিয়েছে, রুশ সেনাদের বিভ্রান্ত করতেই এই কৌশল।
সাধারণত সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে দিক নির্দেশের বোর্ড থাকে।যা দেখে সহজেই গন্তব্যস্থলে পৌঁছনো যায়। কিন্তু ইউক্রেন রাস্তার সেই সব দিকনির্দেশ সরিয়ে দিয়ে রুশ সেনাদের বিভ্রান্ত করার কৌশল নিয়েছে। যাতে সহজে তারা গন্তব্যস্থলে পৌঁছতে না পারে এবং দিকভ্রান্ত হয়।আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে রুশ সেনাদের উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে ইউক্রেনের সেনারা।
রাজধানী কিয়েভে রুশ সেনারা ঢুকে পড়লেও তাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে সংর্ঘষ চলছে খারকিভেও। সাধারণ নাগরিকরাও হাতে বন্দুক তুলে নিয়েছেন।
আজ রাশিয়ার ইউক্রেন হামলার চতুর্থ দিন চলছে। খারকিভে গ্যাস পাইপলাইন এবং কিয়েভে তেলের ভান্ডারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।




