বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ৭ম বর্ষপুর্তি উদযাপিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ৭:০৬:৩০ অপরাহ্ন
ফরহাদ হোসেন টিপু : যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে নির্মিত ও পরিচালিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ)-এর ৭ম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে আজ ২০ ফেব্রুয়ারি রোববার।
এ উপলক্ষ্যে দেশের বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মানুষ গড়ার কারিগর বয়োবৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে আজীবন বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে ফুল-বডি চেকআপের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু হয়। পাশাপাশি হাসপাতালের দাতাদের নাম সম্বলিত ‘ওয়াল অব অনার’-এর শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠানসূচী অনুযায়ী বেলা ১১টায় হাসপাতালের কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিবিসিজিএইচ –এর ভাইস চেয়ারম্যান সুহেল খান-র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিজিএইচ-এর অনরারি ট্রাস্টি সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হান্নান মির্জা, হাসপাতালের মেডিক্যাল এডভাইজার ডাঃ ফয়েজ আহমেদ, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও মিসেস তামান্না মির্জা।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিবিসিজিএইচ-এর উপদেষ্টা আলহাজ্ব বুরহান উদ্দিন, প্রবীণ মুরব্বি আলহাজ্ব কুতুব উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, ট্রাস্টি মিসবাহ আহমেদ, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, সমন্বয়ক জাকির হোসেন খানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বিবিসিজিএইচ-এর বহুমুখী চিকিৎসা সেবা ও ক্যান্সার সচেতনতা মূলক কার্যক্রম উপস্থাপনের পাশাপাশি হাসপাতালের চলমান এবং পরবর্তী পরিকল্পনাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এই হাসপাতাল ও হাসপাতালের সাথে সম্পর্কিত সকল উদ্যোক্তা, পরিচালকবৃন্দের প্রশংসা করে বলেন, যেখানে সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো ক্যান্সার হাসপাতাল ও এই রোগের বিষয়ে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের এই দেশে একটি উপজেলা পর্যায়ে এই ধরনের একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নির্মাণের প্রয়াস সত্যিই প্রশংসার দাবীদার, আমাদের সকলের সার্বিক সহযোগিতাই এই হাসপাতালকে একটি কার্যকরি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে। তাঁরা দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
বিবিসিজিএইচ-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হাসপাতাল কর্তৃক বিনামূল্যে বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষকদের জন্য যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে তাঁর জন্য চিকিৎসা সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষকগণ হাসপাতালের এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক স্বাস্থ্য সেবা প্রদানে এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন।

