রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি চীন ভারত আরব আমিরাত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ৪:২১:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযানের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন ইস্যুতে চীন ও ভারতের ভোট দেওয়া থেকে বিরত থাকায় জাতিসংঘের পক্ষে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া কার্যত অসম্ভব হয়ে গিয়েছে।
মোট ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে। এ খসড়া প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা হবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছি।
নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা থাকা পাঁচ সদস্য হচ্ছে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এ পাঁচটি সদস্যের একজনও কোনো প্রস্তাবে ভেটো দিলে সে প্রস্তাব পাস হয় না।




