কিয়েভে রুশ ট্যাংক বেসামরিক কার চেপে গেল যেভাবে (ভিডিও), কারের মানুষ জীবিত উদ্ধার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১:২৩:৩৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : সমগ্র ইউক্রেনের আশিটির বেশি সামরিক স্থাপনা ক্ষেপনাস্ত্র ও বিমান হামলার আঘাতে ধ্বংসের পর রুশ সৈন্যরা শুক্রবার সকালে তিন দিক থেকে দেশটির রাজধানী কিয়েভে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে ঢুকে পড়ে। কিয়েভ সিটি সেন্টার থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবোলন জেলার রাস্তায় একটি বেসামরিক গাড়িকে(কার) বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির রুশ ট্যাংক ইচ্ছে করে বামে মোড় নিয়ে চাপা দেয়। কারের উপর কিছুক্ষণ থেমে থেকে আবার রিভার্স নেমে চলে যায় ট্যাংকটি।
প্রত্যক্ষদর্শীরা ট্যাংকটি চলে যাওয়ার পর দ্রুত এসে দেখে কারের চালক অলৌকিকভাবে বেঁচে আছেন। তারা দুমড়ে-মুচড়ে যাওয়া কারের ভিতর থেকে জীবিত ব্যক্তিটিকে উদ্ধার করেন। এ লোকটি স্থানীয় বাসিন্দা। নাম ভিক্টর বারবেশ। তিনি সকালে গোলাগুলির আওয়াজ শুনে কার নিয়ে পালাচ্ছিলেন।




