রুশ সৈন্যরা যখন কিয়েভের রাজপথ ধরে এগোচ্ছিল..ভিডিও
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ৯:২৭:২০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর প্রান্ত দিয়ে যখন ঢুকছিল রুশ মিলিটারি ট্রাক, তখন ঐ এলাকার পরিবেশ সুনসান ছিল দুএকটা কার দেখা গেছে রাস্তায়। তবে কিছুক্ষণ পরেই প্রতিরোধের মুখে পড়ে। গানফায়ার শুরু হয়। সোশাল মিডিয়ার এ্যামেচার ভিডিও থেকে দৃশ্যগুলো নিয়েছে দ্য গার্ডিয়ান। নীচে রয়েছে ভিডিওটি।
উল্লেখ্য, ইতোমধ্যে শত শত ইউক্রেনীয় যুবক ঘর থেকে তাদের প্রিয়জনদের কাছ বিদায় নিয়ে যুদ্ধ করতে বের হয়ে গেছেন। তারা মরণপণ লড়াই করে ইউক্রেনকে মুক্ত করতে চায়।




