৩ দিক থেকে রুশ সাঁজোয়া যানের বহর কিয়েভের খুব কাছে, তুমুল লড়াই চলছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ৫:০৬:০৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকতে শুরু করেছে রাশিয়ার বাহিনী। তিন দিক থেকে শহরটির খুব কাছে চলে এসেছে রুশ সেনারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কিয়েভ শহরের কেন্দ্রস্থল থেকে নয় কিলোমিটার দূরের ওবোলোন এলাকায় রাশিয়ার ট্যাঙ্ক চলছে।
এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, রাশিয়ার সেনারা শহরের মধ্যে ঢুকে পড়েছে।
কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস টুইটে বলেছেন, ‘গত ১০ মিনিটে কিয়েভে ছোট অস্ত্রের দুই দফা গুলির আওয়াজ শোনা গেলো। কি ঘটছে, বোঝা অসম্ভব। তবে গুজব ছড়িয়েছে যে, রাশিয়ার ‘নাশকতাকারীরা’ এর মধ্যেই শহরের মধ্যে কর্মকাণ্ড শুরু করেছে।’
এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক ওয়েবসাইট বেলিংকাটের নির্বাহী পরিচালক ক্রিস্টো গ্রোজেভ লিখেছেন, ‘কিয়েভের শহরতলীর আবাসিক এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।’
এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিক কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভ ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।




