রাজধানী কিয়েভের উত্তরে রুশ বাহিনীর প্রবেশ, রাশিয়ার ব্যালাস্টিক মিসাইল হামলার ভিডিও
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ৭:১৭:৩০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর প্রান্তে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের সীমান্ত রক্ষীরা জানায়, উত্তর কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী। খবর রয়টার্সের।
ইউক্রেনের সীমান্ত রক্ষীরা আরও জানিয়েছে, সরকারি স্থাপনাকে লক্ষ্য করে রাশিয়ার মিসাইল আঘাত করেছে।
ইউক্রেন রাজধানীর উত্তরে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বেশ কয়েকটি হেলিকপ্টার শহরের দিকে উড়তে দেখেছেন। এছাড়া রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের ৪০, রাশিয়ার ৫০ সেনা নিহত, দাবি কিয়েভেরইউক্রেনের ৪০, রাশিয়ার ৫০ সেনা নিহত, দাবি কিয়েভের
এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজধানী কিয়েভ।




