করোনা টিকার প্রথম ডোজ বন্ধ হচ্ছে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২২, ৫:১২:৩৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।