দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় যুদ্ধের কার্যক্রম শুরু করে দিয়েছে মস্কো : ব্রিটিশ প্রধানমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২২, ৯:২০:১৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় যুদ্ধ লাগানোর পরিকল্পনা করছেন পুতিন, জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব লক্ষণ বলছে এরই মধ্যে যুদ্ধের কার্যক্রম শুরু করে দিয়েছে মস্কো।’
বরিসের দাবি, গোয়েন্দা তথ্য ঘেঁটে দেখা যায় এরই মধ্যে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের আশপাশটা ঘিরে ফেলার সব ধরনের ব্যবস্থা করে ফেলেছে পুতিনের দেশ। এখন শুধু আনুষ্ঠানিক হামলা চালানোই বাকি আছে। এর ফলে জানমালের কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা মানুষের জানা জরুরি বলেই মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
জার্মানির মিউনিখে চলা বিশ্ব নেতাদের বার্ষিক নিরাপত্তা বৈঠকের ফাঁকে বিবিসিকে এই সাক্ষাৎকার দেন বরিস। সবশেষ মার্কিন দাবি মতে, ইউক্রেন সীমান্তে রাশিয়া ও বেলারুশের এক লাখ ৬৯ হাজার থেকে এক লাখ ৯০ হাজার সেনা অবস্থান করছে। যদিও রাশিয়া বার বার বলে আসছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা মস্কোর নেই। এটা নিয়মিত মহড়ারই অংশ।




