জন্মভুমি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২২, ৯:৩৭:১৮ অপরাহ্ন
জন্মভূমি
সুফিয়ান আহমদ চৌধুরী
মায়ের ছবি দেশের ছবি
মায়ার চোখে অাঁকা
দোয়েল পাখি শিস দিয়ে যায়
সুরের যাদু মাখা।
বর্ণমালা হাতে খড়ি
মা শেখালেন হাতে
জীবন গড়ার তাগিদ পেলাম
স্বপ্ন ছোঁয়া তাতে।
মিষ্টি মা ডাক অামার মুখে
কেমনে ভুলি থাকি
দেশের মাটি মায়ের কথা
পরম ছায়ায় অাঁকি।
জন্মভূমি জননী তাই
মায়ের অাঁচল ঘেরা
মা মাটিতে জীবন সচল
স্বপ্ন নিয়ে সেরা।