সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী যুবকের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৪:১৯ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটের সড়ক দুর্ঘটনায় আহত ওমান প্রবাসী যুবক ৯ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেছেন।
নিহত যুবকের নাম বদরুল ইসলাম (২৫)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম ঝাপা গ্রামের বাসিন্দা এবং ওমান প্রবাসী। এক মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন।
গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বদরুল ইসলাম মোটরসাইকেলযোগে রাখালগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বদরুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ শনিবার লাইফ সাপোর্টে থাকা অবস্থায়ই তিনি ইন্তেকাল করেন।




