যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইউনিসের আঘাত, রেড এ্যালার্ট জারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭:৪৫ অপরাহ্ন
লন্ডন অফিস : যুক্তরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইউনিস। এ কারণে দেশটিতে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।
ঝড়ের ক্ষতির আশঙ্কায় যুক্তরাজ্যের লাখ লাখ মানুষকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
ঝড়টিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণপূর্ব ও পশ্চিমাঞ্চলে বিরল রেড অ্যালার্ট জারি করেছে। এ রেড অ্যালার্টের অর্থ হচ্ছে- ঝড়ের কারণে প্রাণহানী আশঙ্কা রয়েছে।
বন্ধ করে দেয়া হচ্ছে শত শত স্কুল; ওয়েলসের সব ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সেনা বাহিনীকে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, স্থানীয় সময় শুক্রবার ঝড়ের কারণে ৯০ মাইলের বেশি গতিতে প্রবাহিত হতে পারে বাতাস। এর জেরে ইংল্যান্ডের বেশ কিছু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত তিন দশকের মধ্যে এটা সবচেয়ে ভয়ানক ঝড় হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে এটা যুক্তরাজ্যের দ্বিতীয় ঝড়। এর আগে একটি ঝড় স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে আঘাত হানে।




