৫ দিন ধরে পড়ে আছে এক ব্যক্তির লাশ ওসমানী হাসপাতালে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৮:৫২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পড়ে রয়েছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ। সেই ব্যক্তির পরিচয় জানতে চায় পুলিশ।
এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে প্রেরণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, গত ১২ ফেব্রুয়ারি ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে অনুমান ৫০ বছর বয়সের একজন ব্যক্তি ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
হাসপাতালে ভর্তির সময় ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনো স্বজন বা পরিচিত কেউ ছিলেন না। যার ফলে পুলিশ লাশটিকে কারও কাছে হস্তান্তর করতে পারছে না। তাই সিলেট কোতোয়ালি থানাপুলিশ অজ্ঞাতনামা এই পুরুষের লাশের পরিচয় জানতে বিজ্ঞপ্তি প্রেরণ করেছে।




