হবিগঞ্জে অগ্নিকাণ্ড, ১২ বাসা পুড়ে ছাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৪:৩১ অপরাহ্ন
সংবাদদাতা : হবিগঞ্জ শহরের গার্ণিংপার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বাসা-বাড়ির মালামালসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। হয়েছে ব্যাপক ক্ষয়-ক্ষতি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে গার্ণিংপার্ক এলাকার মোস্তফা মিয়ার একটি ঘরে আগুণের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। পরে তা মুহুর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। এসময় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষদের মধ্যে।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি’র নেতৃত্বে ফয়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
তিনি বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে নাকি মাটির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখতে ফায়ার সার্ভিস।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।