পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী বুধবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ৪:১৩:২৬ অপরাহ্ন
সিলেট অফিস : ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, বাংলাদেশ প্রগতিশীল রাজনীতির প্রবর্তক জননেতা পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী বুধবার।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নের বাঘরখলা পীরবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে- বাঘর খলা পীর বাড়ীতে কোরআন খতম, বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ, মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করা হবে।



