এইচএসসি শতভাগ উত্তীর্ণ : তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৩:১৭ অপরাহ্ন
সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ‘তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ’র এবারের এইচএসসি পরীক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়েছে।
এ উপজেলার মোট ৪টি কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেছে বাদাঘাট সরকারি কলেজ, তৃতীয় স্থান অর্জন করেছে ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং চতুর্থ স্থান অর্জন করেছে জয়নাল আবেদনীন কলেজ।
জানা যায়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ৯৩ জন ছাত্রী। এরাঁ সবাই শত ভাগ উত্তীর্ণ হয়েছে, বাদাঘাট কলেজ থেকে মোট পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১৮জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪শ ৪৯জন এবং অকৃতকার্য হয়েছে ৬৯জন, পাশের হার ৮৭%, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ১শ ২০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১শ ১জন এবং অকৃতকার্য হয়েছে ১৯জন, পাশের হার ৮৪%, জয়নাল আবেদনীন কলেজ থেকে ৯০জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৬জন এবং অকৃতকার্য হয়েছে ২৪ জন। পাশের হার ৭৩%।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এবারের এইচ এসসি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করেছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থীরা।




