সরকার দেশের গ্রাম উন্নয়নে কাজ করছে : হাবিব এমপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬:০৮ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার দেশের গ্রাম উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের কোন গ্রাম আর অবহেলিত থাকবে না।
তিনি রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর, চর আলাপুর ও সুলতানপুর গ্রামের তিনটি পাকা রাস্তার উদ্বোধন শেষে মোরারবাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ মালেকের সভাপতিত্বে ও ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, আওয়ামী লীগ নেতা ছহুল এ মুমিন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস, জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার, সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আলী, আওয়ামী লীগ নেতা গিলমান উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমরুল হক প্রমুখ।




