এইচএসসির ফল : সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১:৪৫ অপরাহ্ন
সিলেট অফিস : এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ফলাফল প্রকাশ করা হয়।
বোর্ড সূত্র জানায়, এবার বোর্ডে ৬৬ হাজার ৬৬১ জন অংশ নেয়। পাশ করেছে ৬৩ হাজার ১৯৩ জন।
এবার সারা দেশের গড় পাশের হার ৯৫.২৬।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন। এছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪২, সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন। চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন।




