ফেঞ্চুগঞ্জের নাহিদ হত্যা মামলার ৬ আসামী বরিশাল থেকে গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২২, ৯:৫১:৩১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : অবশেষে এক মাস পর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের নাহিদ হোসেন হত্যা মামলার ৬ আসামীকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার দুপুরে ডিজিটাল পদ্ধতিতে র্যাব ও বরিশালের গৌরনদী থানা পুলিশের সহায়তায় গৌরনদী উপজেলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো নুরুল হক (৫৫) তার ছেলে টিপু মিয়া (২০), মিতুন (২২), ভাগ্নে আনিছ আহমদ (২০), স্ত্রী সুজাতা বেগম (৪৫) ও মেয়ে সুমনা আক্তার (২১)। গ্রেফতারকৃতদের পুলিশ শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ থানায় নিয়ে আসে।
এর আগে ঘটনার পরপর ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এ ঘটনার হুকুমদাতা আসামী মল্লিক উদ্দিন (৫৫), রেজিয়া বেগম (৪০), তাছলিমা বেগম (১৮) কে আটক করেছিল।
৪ জানুয়ারি বিকেলে উপজেলার পিঠাইটিকর গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে নাহিদ হোসেন (১৮) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নুরুল মিয়া ও তার পরিবারবর্গ দীর্ঘ এক মাস পলাতক ছিল। এ ঘটনায় নাহিদের বাবা আলতার হোসেন বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বরিশালের গৌরনদীতে পুলিশি অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ। এসআই জামাল উদ্দিন, এএসআই মলয় চক্রবর্তী ও তাদের সঙ্গীয় দু’জন পুলিশ সদস্য। ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ জানান, আসামীদের জিজ্ঞাসাবাদের পর আজ রোববার আদালতে প্রেরণ করা হবে।



