যুক্তরাজ্যে ফিরতে কোভিড-১৯ টেস্ট লাগবে না আজ থেকে যাদের টিকা নেওয়া আছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৭:৩৩ অপরাহ্ন
লণ্ডন অফিস : কোভিড-১৯ এর টিকা দুই ডোজ যাদের নেওয়া আছে তাদেরকে বিদেশ থেকে যুক্তরাজ্যে ফিরে আসার পর আর কোনো কোভিড-১৯ পরীক্ষা করতে হবে না শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থেকে।
আগের নিয়ম অনুযায়ী আগতদের প্রায় ২০ পাউন্ড খরচ করে একটি পোস্ট-অ্যারাইভাল পরীক্ষা দিতে হতো। সেটা আজ থেকে লাগবে না। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে।
টিকা ছাড়া যারা ফিরবেন তাদের জন্যও সহজ করা হয়েছে নিয়ম কানুন। অর্থাৎ ফিরে এসে আর স্ব-বিচ্ছিন্ন (সেল্ফ আইসোলেশন) হতে হবে না বা আট দিনের পরীক্ষা দিতে হবে না।
তবে টিকাবিহীন ভ্রমণকারীদের এখনও যুক্তরাজ্যে ফিরে আসার দুই দিন আগে নেওয়া একটি কোভিড-১৯ পরীক্ষার নিগেটিভ সনদ দেখাতে হবে এবং একটি আগমন-পরবর্তী পিসিআর পরীক্ষা দিতে হবে।
টিকা নেওয়া আছে এমন ভ্রমণকারীরা শুধুমাত্র একটি সাধারণ যাত্রী লোকেটার ফর্ম পূরণ করতে হবে। তাদের টিকার স্থিতি, ভ্রমণের ইতিহাস এবং যোগাযোগের বিস্তারিত বিবরণ নিশ্চিত করতে হবে।
ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেছেন, ’এই পদক্ষেপের মাধ্যমে আমাদের জনস্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে স্বাভাবিকতার এক ধাপ কাছাকাছি এগিয়ে যাওয়া হলো। আমরা ব্যবসার জন্যে উন্মুক্ত হলাম।’

