রাশিয়ার মোকাবেলা করতে মার্কিন ঈগল এফ-১৫ পোলান্ডে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২২, ৮:২০:১৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া উত্তেজনা চরমে পৌঁছেছে। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন ঈগল এফ-১৫ যুদ্ধবিমান। এ্যারিয়েল কমব্যাটে দক্ষ এই যুদ্ধ বিমান এয়ার টু এয়ার মিসাইল আক্রমণ করে।
গতকাল বৃহস্পতিবার দেশটির লাস্ক শহরের একটি বিমানঘাঁটিতে অবতরণ করে মার্কিন ঈগল এফ-১৫ যুদ্ধবিমান।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় পোল্যান্ডে এফ-১৫ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক। তিনি বলেন, লাস্ক শহরের বিমানঘাঁটিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান এসে পৌঁছেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বহরকে সহায়তা করবে।
ইউক্রেন সীমান্তে মস্কোর সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে ন্যাটোও পূর্ব ইউরোপের দেশগুলোতে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা রুখতেই এ আয়োজন বলে জানান দিয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির ন্যাটো মিত্ররা।
এদিকে, কৃষ্ণসাগর ও আজভ সাগরে ইউক্রেনের নৌ চলাচলের পথ রাশিয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। অপরদিকে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই সম্প্রতি প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।




