সিলেটে চৈতন্য প্রকাশিত শিক্ষামন্ত্রীর বই ‘স্মৃতিঘর’ তাঁর হাতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১:৩৩:৪০ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : শিক্ষামন্ত্রী সিলেটে এসেছেন আজ শুক্রবার ১১ ফেব্রুয়ারি। বিকেলে যাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অসন্তোষ নিরসনের লক্ষ্যে।
সিলেটের স্বনামধন্য বই প্রকাশনী চৈতন্য থেকে প্রকাশিত হয়েছে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্মৃতিচারণমূলক বই ‘স্মৃতিঘর’। বইটি প্রকাশক রাজিব চৌধুরী আজ সিলেটে শিক্ষামন্ত্রী হাতে তুলে দিয়েছেন।
প্রকাশক রাজিব চৌধুরী জানালেন, ‘ আজকের সকাল অন্যরকম ছিল। শ্রদ্ধা, আনন্দ, ভালোবাসা প্রেরণায় ভরপুর ছিল। চৈতন্য থেকে গত মাসে প্রকাশিত হয় বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আপার স্মৃতিচারণমূলক বই ‘স্মৃতিঘর’। তিনি আজ একদিনের সফরে সিলেট এসেছেন। সিলেট আসবেন শুনে গতকাল আপার সাথে ফোনে কথা হয়। আপা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে ও রিমাকে দেখা করতে বলেন।
লেখক প্রকাশকের এই সৌজন্য সাক্ষাতে সাথে ছিলেন সিলেটের বইবান্ধব সংগঠক ইনোভেটর এর অন্যতম উদ্যোক্তা, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব। কয়েক মিনিটের কথোপকথনে প্রকাশিত বইটি নিয়ে কথা হয় মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে। তিনি চৈতন্যের কাজের প্রশংসা করলেন।’


