শিক্ষামন্ত্রী সিলেটে, বিকেলে যাবেন শাবিতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৫:৩৪ অপরাহ্ন
সিলেট অফিস : শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে সিলেট এসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে সিলেট পৌঁছান মন্ত্রী। তার সঙ্গে রয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রীর সরকারি সফরসূচিতে রয়েছে, তিনি সকাল সাড়ে ৯টায় সিলেট সার্কিট হাউসে পৌঁছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউসে যাবেন।
এরপর বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে সিলেট সার্কিট হাউস ত্যাগ করেবেন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। পরে রাত ৮টা ২০ মিনিটে একটি ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।




