অসহায় আবু শামাকে নবীগঞ্জ কল্যাণ সমিতি কৃত্রিম পা দিয়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ৭:১৭:৪১ অপরাহ্ন
সংবাদদাতা : নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে জালালাবাদ রোটারী হাসপাতালের সহযোগিতায় গরীব অসহায় আবু শামাকে একটি কৃত্রিম পা প্রদান করা হয়েছে।
৫ ফ্রেব্রুয়ারী শনিবার সন্ধায় জালালাবাদ রোটারি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী।সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী গরীব অসহায়দের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান আলী আলী আশরাফ চৌধুরী, সাবেক সভাপতি ও হাসপাতালের সাধারণ সম্পাদক রোটারিয়ান শফিক আহমদ বক্ত, সাধারণ সম্পাদক রোটারিয়ান আব্দুল ওয়াদুদ তফাদার।
নবীগঞ্জ উপজেলার এসিল্যান্ডের অনুরোধের প্রেক্ষিতে হাসপাতালের চিকিৎসক আল মামুনুর রশিদ আবেদন করলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সহযোগিতার জন্য এগিয়ে আসে। কৃত্রিম পা সংযোজনে হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মো: মোস্তফা কামাল নবীগঞ্জ কল্যাণ সমিতির সিলেটের সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক মো:আবুল ফজল এডভোকেট, সমিতির সদস্য মাহমুদা বেগম এবং সমিতির সদস্য জসিম উদ্দীন চৌধুরী আর্থিক সহযোগিতা প্রদান করেন। এতে আরও উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সদস্য মো: বয়েত উল্লাহ, এডভোকেট মফিজুর রহমান, শাহ আজাদ আলী সুমন এবং আব্দুর রহিম তালুকদার প্রমূখ।