ফেঞ্চুগঞ্জে ৭০০ কোটি টাকায় হবে কেমিক্যাল কারখানা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১:০৬:২৮ অপরাহ্ন
ওমানের ফরমালডিহাইড কেমিক্যাল কারখানা, ফাইল ছবি
হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ : শিল্প শহর ফেঞ্চুগঞ্জে স্থাপিত হচ্ছে ইউরিয়া সারের আধুনিক কেমিক্যাল কারখানা। নতুন এই কারখানায় উৎপন্ন হবে ইউএফ ফরমালডিহাইড ৮৫ নামের কেমিক্যাল। এটি ব্যবহৃত হয় দানাদার ইউরিয়া সারে।
নতুন নির্মিত শাহজালাল সারকারখানার পাশে স্থাপিত হবে নতুন ওই কেমিক্যাল প্লান্ট। দৈনিক ৮০ মেট্রিক টন উৎগাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানা স্থাপনে ব্যয় হবে ৭শ ২৪ কোটি ৩০ লাখ ১২ হাজার টাকা। এর মধ্যে ৫৯৩ কোটি টাকা বৈদেশিক ঋণ এবং ১৩২ কোটি টাকা দেয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। বর্তমানে এই কেমিক্যাল মধ্যপ্রাচ্যের ওমান এবং সৌদি আরব থেকে আমদানি করা হয়।
একনেকের একটি সভা, ফাইল ছবি
বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সুত্র জানায়, ২০২৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। ইউরিয়া সারের আবরণ ইউএফ ৮৫ ফরমালডিহাইড সারকে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়। ইউরিয়া ফরমালডিহাইড এক ধরনের সাদা আবরণ। কেমিক্যালের এই আবরণ দেয়ার ফলে ইউরিয়া সার সহজে পচে গলে নষ্ট হয়না।
এই কেমিক্যালের প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রকল্প সংশ্লিস্টরা জানান, বিদেশ থেকে এই ক্যামিকেল আমদানি করতে প্রতি মেট্রিক টনের বাজার মুল্য ৮০ থেকে ৯০ হাজার টাকা। কিন্তু দেশে উৎপাদন করলে প্রতি মেট্রিক টনের মুল্য পড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা।
শাহজালাল সারকারখানার হিসাব বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল বারী জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের ওমান এবং সৌদি আরব থেকে প্রতি মেট্রিক টন ফরমালডিহাইড ৮৫ কিনতে খরছ হচ্ছে ৭৭৪ ডলার। শুধু শাহজালাল সারকারখানার জন্য এই কেমিক্যাল বছরে প্রয়োজন হয় প্রায় ২ হাজার ৫শ থেকে ৩ হাজার টন। যার বাজার মুল্য প্রায় ২ শ কোটি টাকা। তিনি বলেন, এই কেমিক্যাল দেশে উৎপাদন হলে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার শিল্পের গুরুত্বপূর্ণ এই কেমিক্যালের ঘাটতি সংক্রান্ত জটিলতা নিরসন হবে।
প্রয়াত সাবেক সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে ফরমালডিহাইড ৮৫ প্রকল্প নিয়ে মতবিনিময় করছিলেন।
তিনি আরও জানান, ফেঞ্চুগঞ্জে এই কেমিক্যাল উৎপাদন হলে দেশের বৃহত্তম সারকারখানা যমুনা, কাফকো, প্রস্তাবিত ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যক্টরি এবং ফেঞ্চুগঞ্জের’ শাহজালাল সারকারখানায় উক্ত কেমিক্যাল সরবরাহ করা হবে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব অনুপম নিউজ২৪কে জানান, আমার নির্বাচনী ইশতেহারে ফেঞ্চুগঞ্জে ইউরিয়া ফরমাল ডিহাইড ৮৫ কেমিক্যাল কারখানা স্থাপনের কথা উল্লেখ করেছিলাম। নির্বাচিত হওয়ার ৫ মাসের মধ্যেই উল্লেখিত কেমিক্যাল প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন করিয়ে নিয়েছি। তিনি বলেন, কৃষিবান্ধব বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। এমপি হাবিব আরও জানান, ইউরিয়া সারের গুরুত্বপূর্ণ এই কেমিক্যাল দেশে উৎপাদন হলে ইউরিয়ার জন্য বিদেশনির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হবে। প্রকল্পটি একনেকে অনুমোদন করায় সাংসদ হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক জিএস এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন জানান, ফেঞ্চুগঞ্জে একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। নিঃসন্দেহে এটি আনন্দের বিষয়। কিন্ত এই কারখানার বিষাক্ত বর্জে সারকারখানার পাশর্বতী কচুয়াবহর, নিজামপুর ফরিদপুর, চেলারচক, বখশীপুর গ্রামের হাজারো মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিষাক্ত বর্জের ফলে উল্লেখিত এলাকাগুলোর জমিতে কোনো ফসল আবাদ করা যাচ্ছে না। গবাদি পশু পালনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যককে যোগ্যতা অনুযায়ী চাকুরি প্রদানের দাবী জানান তিনি ।
জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখছেন সিলেট-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দা আব্দুল মতিন নতুন কেমিক্যাল কারখানা প্রসংগে বলেন, ফেঞ্চুগঞ্জে নবনির্মিত শাহজালাল সারকারখানা প্রতিষ্ঠায় অবদান ছিল অকাল প্রয়াত সাবেক সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর। সম্প্রতি আলোর মুখ দেখা প্রকল্প ইউরিয়া ফরমালডিহাইড ৮৫ কেমিক্যাল কারখানাটির প্রস্তাবকারীও তিনিই। মৃত্যুর সপ্তাহখানেক আগেও ওই প্রকল্প নিয়ে তার তৎপরতা ছিল চোখে পড়ার মত। ইউএফ ফরমাল ডিহাইড কেমিক্যাল প্রজেক্ট সম্প্রতি একনেকে অনুমোদন হওয়ায় সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




