লিডিং ইউনিভার্সিটির ৩১তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ৪:১৫:০২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সিলেটের লিডিং ইউনিভার্সিটির ৩১তম একেডেমিক কাউন্সিল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় লিডিং ইউনিভার্সিটির শ্প্রীং ২০২১ সেমিস্টারের রেজাল্ট অনুমোদন, বিএনকিউএফ গাইডলাইন অনুসারে সিলেবাস এবং বিভিন্ন বিভাগের GED course বিষয়ে আপডেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। এতে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং ((CRISP)’ এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবিব, প্রফেসর ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. মো. জহির বিন আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিল সদস্য সচিব মেজর (অব.) মো শাহ আলম উপস্থিত ছিলেন।