সাংবাদিক পীর হাবিবুর রহমান আইসিইউতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ৯:২৬:০৩ অপরাহ্ন
সিলেট অফিস : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান স্ট্রোক করেছেন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করেছেন। সাংবাদিক এবিএম জাকিরুল হক টিটন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাংবাদিক পীর হাবিবুর রহমানের ভাই সুনামগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে কথা হচ্ছে। তিনি হাসপাতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাংবাদিক পীর হাবিবুর রহমানের শারীরিক অন্যান্য সমস্যাও রয়েছে। এর মধ্যে কিডনির সমস্যা রয়েছে।
তার অবস্থা স্থিতিশীল উল্লেখ করে টিটন বলেন, পরিবারের সদস্যরা পীর হাবিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।