সৌদি আরবের পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন হচ্ছে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ৭:২৯:৩৯ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : সৌদি আরবে পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন হতে যাচ্ছে বলে কিছু মিডিয়ায় যে সংবাদ এসেছে, তা সঠিক নয়।
সৌদির শুরা সদস্য সাদ আল ওতাইবি, যিনি খসড়াটি উত্থাপন করেছিলেন, তিনি বলেছেন, সংশোধনীর লক্ষ্য পতাকা এবং জাতীয় সংগীতকে ‘ক্ষতি, টেম্পারিং এবং পরিবর্তন’ থেকে রক্ষা করা।
দুবাই ভিত্তিক ‘গালফ নিউজ’ সংবাদপত্রের কায়রো অফিস থেকে প্রতিনিধি রামাদান আল শেরবানি লিখেছেন – একটি খসড়া সংশোধনী, সম্প্রতি, অর্থাৎ গত সোমবার সৌদি শুরা কাউন্সিল দ্বারা অনুমোদন করা হয়েছে। তাতে সৌদি আরবের পতাকা, জাতীয় সংগীত পরিবর্তন করার কোনো কথা নেই। সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে শুরা সদস্য সাদ আল ওতাইবি বলেন, প্রস্তাবিত খসড়া বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করার কথা রয়েছে।





