দেশে আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২,১৯৩ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২২, ৫:২৮:২৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৬১ জনে। নতুন শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন। এ নিয়ে মোট শনাক্ত ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এ সময়ে সুস্থ হয়েছে চার হাজার ২০৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। দৈনিক শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৯ জন। একদিনে ঢাকা বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে করোনায় মারা গেছে ১৩ জন।