শামসুদ্দিনে আরও ২ জন করোনায় মারা গেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১:৪৭:১৬ অপরাহ্ন
সিলেট অফিস : গত এক দিনে সিলেট করোনা আইসোলেশন সেন্টার ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেলেন আরও দুজন। এর আগের ২৪ ঘণ্টায়ও দুজনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। পুরুষের বাড়ি সিলেট সদর উপজেলায়। তাঁর বয়স ছিলো ৬৫ বছর। তিনি করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মহিলার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। তাঁর বয়স ছিলো ৯০ বছর। তিনিও শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।