ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ ২৯ মার্চ ১০০ জন মুক্তিযুদ্ধের সংগঠকদের সংবর্ধনা দেবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২২, ৮:৩৪:৩৭ অপরাহ্ন
এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য : প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক প্লাটফরম ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ আগামী ২৯ মার্চ হাউজ অব কমন্সে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী ১০০ জন মুক্তিযুদ্ধের সংগঠকদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত ২৯ জানুয়ারী শনিবার সংগঠনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের প্রেসিডেন্ট ড: হাসনাত এম হোসেইনের সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন – মাহিদুর রহমান (কেন্ট), মাহতাব মিয়া ও সৈয়দ নাদির আজিজ দারাজ (নিউক্যাসল), ডা: নুরুল আলম (রচডেল), কে এম আবু তাহের চৌধুরী, শামসুল আলম লিটন, আব্দুল কাদের সালেহ , ব্যারিষ্টার নজরুল খসরু ও সাদিকুর রহমান (লণ্ডন), এম এ লতিফ জেপি (বারমিংহাম), হাসান মাহমুদ (কানাডা), আনোয়ারুল কবির (জার্মানী), ড: হুমায়ের চৌধুরী (সিডনি), মাহবুব আলম শাহ (মালয়েশিয়া), হাসান আলী (নিউইয়র্ক), শরাফত হোসেন বাবু (ওয়াশিংটন) প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়- আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃটেনের আরো ৫০ জন মুক্তিযুদ্ধের সংগঠকের নাম ঘোষণা করা হবে। ২৯ মার্চ হাউজ অব কমন্সের ক্রমওয়েল প্যাভেলিয়নে ১০০ জন মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা প্রদান করা হবে।
সবাইকে মূল্যবান ক্রেষ্ট, সার্টিফিকেট ও সংবর্ধনা দেওয়া হবে। যারা জীবিত নেই তাদের উত্তরসূরীদের হাতে মরনোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে।
এ ঐতিহাসিক অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য ৫টি সাব কমিটি গঠন ও বিশাল অংকের বাজেট প্রণয়ন করা হয়।
সভায় একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকল মহলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।