অ্যাড. ইকবাল আহমদ চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২২, ৬:৪৪:১৮ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর প্রথম ও দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শেষ বিদায় জানাতে এই প্রবীণ রাজনীতিবিদের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
সোমবার (৩১ জানুয়ারি) বেলা ২আড়াই সিলেট নগরীর হযরত শাহজালাল (রাহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ২য় জানাযার নামাজ আছরের নামাজের পর গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, সোমবার দুপুরে ইকবাল আহমদ চৌধুরীকে শেষ বিদায় জানাতে সিলেটে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সোমবার দুপুরে সিলেট পৌঁছেই তিনি ইকবাল চৌধুরীর মরদেহ দেখতে তাঁর বাসায় যান। এসময় সিলেট জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী শনিবার দিবাগত রাত ১২টা মিনিটের সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।




