এড. ইকবাল চৌধুরীর দাফন কাল সোমবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২২, ১:৩৪:১৫ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ ও শিক্ষাবিদ এডভোকেট ইকবাল আহমদের দুটি জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। এরপর দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে। পরে ওইদিন তার গ্রামের বাড়ি রফিপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার রাত ১২টা ২০মিনিটের সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগী ভুগছিলেন। শনিবার দুপুরে শারিরীক অবস্থা অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন। তারাও মারা গেছেন। তাঁর স্ত্রীও পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।