দেশে মারা গেলেন আরও ২১ জন, নতুন শনাক্ত ১০,৩৭৮
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২, ৬:৫৭:০৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের। এতে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।
একই সময়ে করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৩ হাজার ৩৭৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।